পপি ও আফরান নিশোর মায়েরা ‘গরবিনী মা’
সব মা চান তার সন্তান হোক সবার সেরা। কর্মে, গুণে পৃথিবীতে ছড়িয়ে পড়ুক তার নাম, খ্যাতি। মানুষ ও মানবতার কল্যাণে তার সন্তান হয়ে উঠুক সফল একজন মানুষ। স্বপ্ন সবাই দেখেন। সফল হন কেউ কেউ মা।
তেমনি মা মরিয়ম আক্তার ও আঞ্জুমান আরা। একজন চিত্রনায়িকা পপির মা। অন্যজন অভিনেতা আফরান নিশোর মা। এই দুই তারকার জনপ্রিয়তা দেশজুড়ে। সবশ্রেণির মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছেন তারা।
এমন সন্তান জন্মদান ও লালন পালনের জন্য ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন পপি ও নিশোর মা। আজ রোববার, ১২ মে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে দুই তারকার মায়ের হাতে সম্মাননাটি তুলে দেওয়া হয়।
এবারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ৬ষ্ঠ বারের মতো ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করলো। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’-এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আগামীতেও ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান চালু থাকবে বলে জানান তিনি।
পপি ও নিশোর মা ছাড়াও এবারে গরবিনী মা সম্মাননা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজানা বেগম, সাংবাদিক মুন্নি সাহার মা আপেল রানী সাহা, চাকা ছাড়াই বিমান অবতরণ করে ১৭১ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা দক্ষ পাইলট ক্যাপ্টেন জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম।
আরও সম্মাননা পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, র্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলমের মা আমেনা খাতুন, অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার।
এলএ/এমএস