ভারতের সিনেমা হলে জয়ার ‘কণ্ঠ’
গেল ১৪ এপ্রিল ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জয়া ও ‘কণ্ঠ’ সিনেমার অন্য শিল্পীরা। ট্রেলার দেখে ঋষি কাপুর টুইট করেছিলেন , ‘খুবই মনোমুগ্ধকর!’ ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিমও ছবিটি দেখে প্রশংসা করেছেন।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ মুক্তি পেয়েছে। আজ (১০ মে) থেকে দর্শকরা উপভোগ করবে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
ছবিটির প্রচারণার জন্য জয়া আহসান এখন কলকাতায়। ছবিটি সম্পর্কে জয়া বললেন, ‘এটি খুবই ইন্সপায়ারিং একটা ফিল্ম। অনেক পরিশ্রম করেছি ছবিটির জন্য। স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসে কথা বলতে হয়েছে আমাকে।
ইসোফেজিয়াল ভয়েসটা আসলে কাজে লাগে তাদের, যাদের কণ্ঠনালীতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয়। এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে শুটিংয়ের আগে। কারণ, না শিখলে শেখাবো কেমন করে। আমি এই সিনেমায় একজন শিক্ষক। ক্যানসারের কারণে যাদের কণ্ঠে শব্দ নেই, তাদের ভাষা শেখানো আমার কাজ। ’
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।
এমএবি/এমএস