দু`দিন পেছালো প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট


প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

বৃষ্টির কারণে দু`দিন পেছানো হয়েছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। বুধবার বিকেলে টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ দেশের টিম ম্যানেজমেন্ট, বিসিবি ও রেড ক্রসের কর্মকর্তারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

শুক্রবার থেকে বিকেএসপির দুটি মাঠে নতুন করে শুরু হবে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে খেলবে যথারীতি বাংলাদেশ-ইংল্যান্ড। আগের সূচিতে ৫ ও ৯ সেপ্টেম্বর কোনো খেলা না থাকলেও, নতুন সূচিতে দু`টি করে ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পাঁচ জাতির এই টি২০ টুর্নামেন্ট শুরু কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। পাঁচ জাতির এ টুর্নামেন্টের বাকি তিনটি দল হলো ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

আরটি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।