স্বীকৃতির পাশে দাঁড়াচ্ছেন শিল্পীরা
ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চেকআপ করাতে গিয়ে ধরা পড়েছে সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ব্লাড ক্যানসারে আক্রান্ত। এই খবর প্রকাশ হওয়া মাত্র বেদনার ছায়া পড়েছে সংগীতাঙ্গনে।
এদিকে ফেসবুকে স্বীকৃতির আবেগঘন স্ট্যাটাসে প্রকাশ পেয়েছে বেঁচে থাকার আকুতি। সোমবার স্বীকৃতি ফেসবুকে লিখেছেন, ‘মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। খুব কষ্ট পাচ্ছি। এ যুদ্ধে আমি জিততে পারবো কিনা জানি না।’
স্বীকৃতির এই দুঃসময়ে পাশে এসে দাঁড়াচ্ছেন- শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক তথা সংগীতাঙ্গনের সবাই। স্বীকৃতি দীর্ঘদিন ধরে যেখানে আছেন, সেই সংগীতাঙ্গনের সবাই মিলে উদ্যোগ নিয়েছেন চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর।
এ বিষয়ে প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘স্বীকৃতিকে আমরা এভাবে হারিয়ে ফেলতে চাই না। তার ছোট মেয়েটার জন্য হলেও সর্বোচ্চ চেষ্টা করতে চাই আমরা। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে হবে। এটা ব্যয়বহুল হলেও অসম্ভব নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে স্বীকৃতির পাশে দাঁড়িয়েছি। আশা করি, ওর চিকিৎসা সফলভাবেই সম্পাদিত হবে। সবাই দোয়া করবেন।’
স্বীকৃতির জন্য আরো এগিয়ে এসেছেন বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরসহ বিভিন্ন প্রজন্মের গানের মানুষেরা।
প্রসঙ্গত, স্বীকৃতি দীর্ঘদিন ধরে গান করছেন। তার ৮টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। আছে ৫০টিরও বেশি মিশ্র অ্যালবাম। অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
এলএ/এমএস