বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় পৌর মেয়রসহ আটক ২


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

বান্দরবানে বঙ্গবন্ধুকে কটূক্তি করে ফেসবুকে স্টাটাস দেয়ার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ এক কাউন্সিলরকে আটক করছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়।

আটকরা হলেন, বান্দরবান সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব এবং ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন ।

পুলিশ জানায়, টুঙ্গিপাড়ার প্রতিধ্বনি নামে সামাজিক গণমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে অনেক দিন যাবত বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে লেখা আপলোড করছিলেন তারা। মঙ্গলবার কটূক্তিকারীদের চিহ্নিত করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন মন্ত্রণালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসেন। পরে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে গভীর রাতে নিজ বাসা থেকে পৌর মেয়রসহ এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

এদিকে শহরের খানকাহ মার্কেট থেকে একতা প্রিন্টার্সের কম্পিউটার জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ ।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন জাগো নিউজকে বলেন, দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে ।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।