আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু আজ


প্রকাশিত: ০৪:০৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠছে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের। শারীরিক প্রতিবন্ধীদের উৎসাহ দিতে মিরপুরে ছুটে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর ১১ টায়।

শারীরিক প্রতিবন্ধীরাও যে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই বার্তা পুরো বিশ্বের দরবারে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) টুর্নামেন্টটি আয়োজন করেছে। যাতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নতুন জার্সি তুলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খানের হাতে। সেই সঙ্গে তুলে দিলেন একরাশ স্বপ্ন। যাত্রা শুরু হলো দেশের ক্রিকেটের নতুন এক অধ্যায়ের। যার কাণ্ডারি এখন জীবন যুদ্ধ জয় করা আলমরা।

টুর্নামেন্ট ও বাংলাদেশ দলের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।