নীল দরজায় অন্যরকম চঞ্চল-মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১০ এপ্রিল ২০১৯

প্রথমবারের মতো জুটি বেঁধে একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। ওয়েব সিরিজটির নাম ‘নীল দরজা’। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত ৬ পর্বের এই বায়োস্কোপ অরিজিনালস ওয়েব সিরিজটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

‘নীল দরজা’য় বিশেষ তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন, ইন্তেখাব দিনার ও শাহেদ আলী। এর প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন শিগগিরই এটি বায়োস্কোপে দেখা যাবে।

ওয়েব সিরিজ ‘নীল দরজা’ শুরু থেকেই রহস্যেঘেরা। ছবির পোস্টারে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম হাজির হন বোরকা পরিহিত অবস্থায়। অনেকের মনে প্রশ্ন উঠে, তবে কি চঞ্চলকে ‘আয়নাবাজি’র মতো কোনো চরিত্রে আবারও দেখা যাবে। বিষয়টি এখনও ধোঁয়াশায় রেখেছেন ‘নীল দরজা’র নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

এই ওয়েব সিরিজের জন্য একটি গান করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আসিফ ইকবারের কথায় ‘চেনা-অচেনা’ শিরোনামের এই গানের সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের অমিত ও ঈষাণ। সম্প্রতি গানচিলের ইউটিউব চ্যানেলে এই গানটির ভিডিও প্রকাশ করা হয়।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।