বিগ বচ্চনের টুইটার একাউন্ট হ্যাকড


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

সাইবার হামলার স্বীকার হয়ে হ্যাক হলো বলিউডের বিগ বচ্চন হিসেবে খ্যাত অমিতাভ বচ্চনের টুইটার একাউন্ট। এই অভিনেতার একাউন্টটিতে প্রায় দেড় লক্ষ ফলোয়ার ছিলো।  

এমন বিড়ম্বনার স্বীকার হয়ে কিছুটা বিমর্ষ অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের একাউন্টটিতে লগ ইন করলেই একটি পর্নসাইট ওপেন হচ্ছে। খুবই বিব্রতকর ব্যপার। তিনি আরো জানান, একাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

বলিউড তারকাদের মধ্যে টুইটারে সবচেয়ে বেশি অনুসরণ করা হয় ৭২ বছর বয়সী ‘শোলে’ তারকাকে। তার অনুসরণকারী ১ কোটি ৬৫ লাখের বেশি। টুইটার ও ফেসবুকের পাশাপাশি ব্লগেও তিনি সক্রিয়।

২০১০ সালের মে মাসে টুইটারে যোগ দেন অমিতাভ। এ পর্যন্ত তিনি ১৯৮০টি টুইট করেছেন।

অমিতাভকে সর্বশেষ দেখা গেছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পিকু’ চলচ্চিত্রে। এতে তিনি বাঙালী মধ্যবিত্তের চরিত্রে অভিনয় করেন। সামনে দেখা যাবে ‘ওয়াজির’ ও ‘কি এ্যান্ড কা’ চলচ্চিত্রে।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।