জিটিভিতে ইনডোর ইউনি ক্রিকেট
সাবেক তিন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও আতহার আলী খানের উদ্যোগে ‘দ্য থ্রি ক্রিকস’-এর আয়োজনে আবার শুরু হচ্ছে ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট’। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)।
এবার অংশ নিচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। তারা প্রত্যেকেই জাতীয় দলের সাবেক আট ক্রিকেটার আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, আতহার আলী খান, মোহাম্মদ রফিক, নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনের নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ পাবে দুই লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবে একটি মটর সাইকেল। সঙ্গে থাকছে আরো বেশ কিছু পুরস্কার।
দর্শকরাও ফিরবে না শূন্যহাতে। গ্যালারিতে বসে খেলা উপোভোগকারী দর্শকদের মধ্যে লটারির মাধ্যমে প্রতিদিন ৪ জন করে ভাগ্যবান বিজয়ী দর্শক পাবেন হেলিকপ্টারে করে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ।
এলএ/এমএস