এন্ড্রু-সাবিনার নতুন চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ২৩ মার্চ ২০১৯

দেশের অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের শিল্পী এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমীন। অমর হয়ে আছে তাদের অনেক গান। অনেক দিন এই জুটির নতুন গান শোনেনি শ্রোতারা। আর অপেক্ষা নয়, এবার ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তারা।

সম্প্রতি বাংলাদেশ বেতারের জন্য একটি গান গেয়েছেন এন্ড্রু-সাবিনা । নৃগোষ্ঠীদের নিয়ে তিন ভাষার এই গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের দুই কিংবদন্তি। ফেরদৌস হোসেন ভূঁইয়ার কথায় ‘আমাদেরও আছে সমঅধিকার’ শিরোনামে গানটির সুর-সঙ্গীত করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। বৃহস্পতিবার (২১ মার্চ) গানটিতে কণ্ঠ দেন তারা । গারো, হাজং ও বাংলা ভাষায় লেখা গানটি গেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমীন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘ গান ভালো না লাগলে গান গাইতে ভালো লাগে না। কথা ও সুর পছন্দ না হলে আমি গান গাই না। ফরিদের সুর ও সঙ্গীত ভালো লাগে। তাছাড়া যখন শুনলাম নৃগোষ্ঠীর জন্য তৈরি হয়েছে গানটি, তখন আরও বেশি আগ্রহী হয়েছি। গানটি গাওয়ার সময় বেশ উপভোগ করেছি। বাংলা ভাষার সঙ্গে গারো ও হাজং ভাষার সুন্দর সমন্বয় ঘটেছে।’

এন্ড্রু কিশোর বলেন, মিউজিক ট্র্যাকটি শুনে দারুণ ভালো লাগে। তাছাড়া সাবিনা আপার সঙ্গে বেতারে গাওয়া হয়নি আগে। তাই ভাবলাম সুযোগটা কাজে লাগাই।’

এ প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, ‘মনের মতো করে গানটি তৈরি করার চেষ্টা করেছি। এখানে গণসংগীতের পাশাপাশি আধুনিকতা রাখার চেষ্টা করেছি। আশা করছি, গানটা শ্রোতাদের ভালো লাগবে।’

গানটিতে পাশাপাশি আধুনিকতা রেখেছি। সবাই যেনো পছন্দ করেন সেদিকে খেয়াল রেখে গীটার, বাঁশিসহ অন্যান্য যন্ত্র বাজিয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

বেতার কর্তৃপক্ষ জানিয়েছেন, এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমীনের কণ্ঠের এই গানটি ১ এপ্রিল থেকে বাংলাদেশ বেতারে প্রতি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাণিজ্যিক কার্যক্রমে প্রচার হবে ।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।