সন্ধ্যায় লালন স্মরণোৎসব শুরু


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ অক্টোবর ২০১৪

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাউল মেলা, লালন সঙ্গীতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব ২০১৪। চলবে সোমবার পর্যন্ত।

লালন একাডেমি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।