শেষ হলো আয়নাবাজির শুটিং


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ৩০ আগস্ট ২০১৫

যখন অমিতাভ রেজা ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের, তখন অনেক কথাই উঠেছিল এই ছবির ভবিষ্যত নিয়ে। কেউ কেউ দাবি করেছিলেন, ছোট পর্দায় সাফল্য পেলেও বড় পর্দায় সুবিধে করতে পারবেন না অমিতাভ। কেউ কেউ এই দাবিও করেছিলেন, ছবি ঘোষণাতেই আটকে থাকবে।

কিন্তু সব নিন্দা আর সমালোচনার মুখ বন্ধ করে পুরোদমে এগিয়ে চলেছে অমিতাভ রেজার ‌‘আয়নাবাজি’ ছবির কাজ। এরইমধ্যে শেষ হয়েছে ছবির দৃশ্যধারণের কাজ।

অমিতাভ ঢাকার রাজপথ, অলিগলি, চেনা-অচেনা চায়ের মোড় চষে বেড়িয়েছেন। কখনো কখনো শাহবাগে জ্যামের পিছু পিছুও ছুটেছেন দলবলে। জ্যামটাকে ক্যামেরায় ভরে রাখতে চেয়েছেন। কখনো কারওয়ান বাজারের লোকারণ্য বাজারে, কাশিমপুর কারাগারে শুটিং করেছেন। মাস তিনেক পর শেষ হলো ছুটাছুটির। শেষ হলো আয়নাবাজির দৃশ্যধারণ।

শুরুটা যেমন উৎসবমুখর ছিল। সাংবাদিকদের ডেকে ঘটা করে ঘোষণা দিয়েছিলেন, শেষটাও ছিল চমকে ঠাসা। কেক কেটে শেষটা উদযাপন করলেন। কেক কাটার ছবিটি অমিতাভ রেজা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ছবির কলাকুশলীদের কৃতজ্ঞতা জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘গাউসুল আলম শাওন, আয়নাবাজির শুটিং শেষ হলো কিন্তু যেদিন তুই আমাকে প্রথম গল্পটা শুনালি! কি অসাধারন গল্প তুই ফাঁদলি আমার জন্য। আর আলম বিশ্বাস, তোর চিত্রনাট্য যখন সেটার একটা চেহারা দিলো।’

ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া।

কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবির টাইটেল গানটি করেছেন চিরকুট ব্যান্ড।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।