আজ থেকে আবার ইলিশ ধরা শুরু


প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৬ অক্টোবর ২০১৪

১১ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে নদীতে আবার ইলিশ ধরা শুরু হচ্ছে। সরকার মা ইলিশ রক্ষায় নদী এলাকায় ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ বিক্রি, পরিবহণ ও মজুদ নিষিদ্ধ রেখেছিল।
 
তবে নিষিদ্ধ সময়েও এক শ্রেণির জেলে ইলিশ ধরা অব্যাহত রাখেন। একইভাবে এক শ্রেণির ইলিশ ক্রেতাও ইলিশ কেনা বন্ধ রাখেনি। এই ১১ দিন ইলিশ ধরা বন্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মাছ ও মাছ ধরার সরঞ্জাম আটক করেন।
 
মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্রশেখর নন্দি জানান, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ১১ দিনে ৪০টি অভিযান চালানো হয়। এ সময় ১৯৪ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল।
 
ইলিশ ধরার ঘটনায় দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। ১৫ জেলের কাছ থেকে  মোট ২২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মামলা করা হয় ১৫টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।