চলচ্চিত্রে বঙ্গবন্ধু, জুটি বাঁধছেন সাইমন-মাহি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১২ মার্চ ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্ণিল এক জীবন ব্যক্তিত্ব। ইতিহাসের এক মহানায়ক। বঞ্চিত, শোষিত মানুষের পক্ষে সংগ্রাম, বিপ্লব, বিদ্রোহে কেটেছে তার সবটুকু জীবন। আমৃত্যু ভেবেছেন দেশ ও দেশের মানুষের ভালো থাকার ভাবনা।

যুগের পর যুগ তিনি মিশে আছেন বাংলাদেশ ও বাঙালির শ্রদ্ধাঞ্জলিতে। অনেক চেষ্টাই হয়েছে তার নাম ও অবদানকে মুছে ফেলার। কিন্তু ইতিহাস তাকে বরণ করে নিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে। নতুন প্রজন্মের কাছেও বঙ্গবন্ধু মানে অনুপ্রেরণার মহা উৎস, শেখ মুজিব মানেই মাথা উঁচু করে বাঁচার সাহস।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনার প্রভাব, বঙ্গবন্ধুকে লালন করার গল্প নিয়েই নির্মিত হতে যাচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এখানে জুটি বেঁধে হাজির হবেন জনপ্রিয় চলচ্চিত্র ‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন-মাহি।

এটি রচনা ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল। তিনি জানান, এখনো নাম চূড়ান্ত করা হয়নি চলচ্চিত্রটির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের স্বাধীনতার গৌরবজ্জল অধ্যায় উঠে আসবে এই স্বল্পদৈর্ঘ্যটির মাধ্যমে। নির্মাণের পর ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও।

আগামীকাল ১৩ মার্চ রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে শর্টফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সেখানে অংশ নেবেন সাইমন ও মাহিয়া মাহি। তথ্যচিত্রটিতে কাজ করা প্রসঙ্গে সাইমন বলেন, ‘চমৎকার একটি আইডিয়া নিয়ে কাজটি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে এটি নির্মিত হচ্ছে। তিনি নিজে চলচ্চিত্রটি দেখবেন। এর অভিনেতা হিসেবে এটা বাড়তি প্রেরণা ও আনন্দের বিষয় আমার জন্য।’

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে এই নায়ক বলেন, ‘চিত্রনাট্যটি আমি বেশ কয়েকবার মনযোগ দিয়ে পড়েছি। তথ্য নির্ভর কাজ। ডকুফিল্মও বলা যেতে পারে একে। বঙ্গবন্ধুর প্রতি এখনো মানুষের সম্মান, শ্রদ্ধা কতোটা প্রবল এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে কতোটা আবেগ দিয়ে লালন করে সেটাই ফুটিয়ে তোলা হবে। আমি একজন গায়কের চরিত্রে অভিনয় করবো। গিটার নিয়ে গান করে বেড়ানো দেশপ্রেমে বলীয়ান এক যুবক।’

‘মাহিও কাজ করছে চলচ্চিত্রটিতে। আমরা একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছি। তবে জাতির পিতার আবেগ মিশ্রিত একটি কাজে জুটি হতে পেরে ভালো লাগাটা অন্যরকম। আবেগ, ক্লাইমেক্স সবই থাকবে গল্পটিতে।’- যোগ করেন চিত্রনায়ক সাইমন।

এদিকে সাইমন-মাহি জুটির সর্বশেষ ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায় গেল বছর। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটি দিয়ে প্রশংসিত হন এই জুটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও মানিক সাইমন-মাহিকে নিয়ে নির্মাণ করছেন ‘আনন্দ অশ্রু’ নামের ছবি। চলতি বছরেই এটি মুক্তি পাবার কথা রয়েছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।