ইছামতি নদীতে ভেসে ভেসে ফেরদৌস ওয়াহিদের জন্মদিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১২ মার্চ ২০১৯

বাংলাদেশের পপ সঙ্গীত ইতিহাসের অবিচ্ছেদ্য নাম ফেরদৌস ওয়াহিদ। সত্তরের দশকে যে কয়েকজন তরুণ এ ধারার বাংলা গানে ঝড় তোলেন তিনি তাদের অন্যতম। ‘এমন একটা মা দে না’, ‘মামনিয়া’, ‘পদ্মা নদীর তীরটি ঘেঁষে’, ‘অজানা কোন পথে’, ‘কেমন করে তোমাকে আমি’, ‘আহারে খোদার বান্দা’, ‘পলাতক সময়ের হাত ধরে’, ‘এক ছিল টুনা আর এক ছিল টুনি’, ‘আম্মা গো ও আমার বাবা গো’ ও ‘কলি থেকে ফুল’সহ অসংখ্য গান গেয়ে জয় করেছেন অগণিত শ্রোতার মন। আজ এই গুণী মানুষটির জন্মদিন। ৬৭ বছর বয়সে পা রাখলেন তিনি।

জন্মদিনে কী করছেন ফেরদৌস ওয়াহিদ? মঙ্গলবার দুপুরে তিনি জাগো নিউজকে জানালেন, বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের মুন্সিগঞ্জ জেলার ইছামতি নদী কোলে কাটছে তার জন্মদিন।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঢাকাতেই ছিলাম। রাতে গ্রামে চলে এসেছি। আমি সব সময়ই আমার জন্মদিন গ্রামের বাড়ি বিক্রমপুরের শ্রীনগর থানার দক্ষিণ পাইকশাতে সাধারণ মানুষের সঙ্গেই সময় কাটাই। তাদের সঙ্গে খাওয়াদাওয়া করতে, একটু সময় কাটাতে ভালো লাগে। রাতে আমার ছেলে হাবিব ওয়াহিদ ও তার মা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সারাদিন এখানে কাটাবো। আজ রাতেই আবার ঢাকায় ফিরবো। একান্ত পারিবারিক কিছু আয়োজন আছে সেখানেও।’

ফেরদৌস ওয়াহিদ মজা করেই বললেন, ‘ইছামতি নদীতে একটা বজরায় ভাসছেন তারা। দুপুরের খাবার হিসেবে খিচুড়ি আর ইলিশ মাছ রান্না করা হয়েছে। গ্রামের বন্ধু-বান্ধব আর নিয়ে বেশ কাটছে দিনটি।’

ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সংগীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি।

সদা হাস্যোজ্জ্বল ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমার আজকের এই অবস্থানে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, আমার সহধর্মিণী রোকসানা ওয়াহিদ।’

মুর্শিদাবাদের মেয়ে রোকসানার সঙ্গে ফেরদৌস ওয়াহিদের বিয়ে হয় ১৯৭৭ সালের ৪ এপ্রিল। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সন্তানের জন্যও তিনি গর্বিত। অন্যদিকে গুণী এ শিল্পী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ফিরোজ সাঁইয়ের কথা। সংগীতে উত্থানের পেছনে ফিরোজ সাঁইয়ের অবদান তিনি আজীবন মনে রাখবেন। ফেরদৌস ওয়াহিদ বর্তমানে তার দ্বিতীয় সিনেমা ‘দুর্ধর্ষ অভিযান’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করছেন তিনি। তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।