নজরুল পুরস্কারে ভূষিত হলেন শবনম মুশতারী


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৫

নজরুল সংগীতে অনন্য অবদানের জন্য এ বছর ‘নজরুল পুরস্কার’ পেলেন স্বনামধণ্য কণ্ঠশিল্পী শবনম মুশতারী। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গবেষণার জন্য প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীকেও এই পুরস্কার প্রদান করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইন্সটিটিউট। পুরস্কারের পাশাপাশি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেককে নগদ পঞ্চাশ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং প্রশংসাপত্রের মাধ্যমে নজরুল পুরস্কার প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বেগম আকতারী মমতাজ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।

সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন শিল্পী খালিদ হোসেন, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জো্হরা,খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান, ড. লীনা তাপসী খান, রাহাত আরা গীতি ও ছন্দা চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্রোপাধ্যায়, লায়লা আফরোজ, সীমা ইসলাম ও ড. শাহাদাত হোসেন নিপু।


এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।