ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কোটিপতি জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ মার্চ ২০১৯

নন্দিত অভিনেতা জাহিদ হাসান। গেল মাসের শেষদিকে নেপাল থেকে শুটিং করে অসুস্থ হয়ে ফিরেছেন। স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা করাতে হয়েছে। সুখবর হলো, সুস্থ হয়ে আবারও তিনি ফিরেছেন শুটিংয়ে।

শুটিংয়ে গেলেও অসুখ পিছু ছাড়ছে না এই অভিনেতার। আসছে রোজার ঈদ উপলক্ষে একটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এর নাম ‘ডায়াবেটিস’। আর নাটকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর চরিত্রটিও তারই।

আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এই নাটকের শুটিং শুরু হয়েছে ৭ মার্চ থেকে, শেষ হবে আজ। এখানে জাহিদ হাসানের বিপরীতে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে।

হাস্যরসে ভরপুর এই নাটকে আরও অভিনয় করবেন জামিল হোসেন, বড়দা মিঠু, শামীমা নাজনীন, পাভেলসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন জাহিদ হাসান। তিনি ভিষণ ভড়কে যান এই খবর জানতে পেরে। হতাশা ঘিরে ধরে তাকে। কিন্তু গ্রামের গুগলম্যান খ্যাত জামিল এমন এক তথ্য দিলেন যা বদলে দিলো জাহিদ হাসানকে।

জামিল তাকে জানায়, ডায়াবেটিস হলো কোটিপতিদের রোগ। এরপর জাহিদের মধ্যে ভর করে কোটিপতিদের আচরণ। একের পর এক ঘটতে থাকবে অদ্ভুত সব ঘটনা।

পরিচালক জানান, আসছে রোজার ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।