তোহাকে ডাক্তার বানাবেন পড়শী


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৯ আগস্ট ২০১৫

সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন ক্ষুদে গানরাজ খ্যাত তারকা পড়শী। এই বয়সেই নিজেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি নিজেকে উচ্চ শিক্ষিত করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। অর্থ উপার্জন করে ভূমিকা রাখছেন পরবিারেও।

এবার পড়শী দায়িত্ব নিলেন রাজধানীর রায়েরবাজার বস্তিতে থাকা হতদরিদ্র পরিবারের মেয়ে তোহার। তার স্বপ্ন, বড় হয়ে সে ডাক্তার হবে। বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশনে কণ্ঠশিল্পী পড়শীকে দেখে তাকে জড়িয়ে ধরে তোহা। বেশ সখ্যতা গড়ে ওঠে তাদের মধ্যে।

এ নিয়ে পড়শী সাংবাদিকদের বলেন, ‌‘তোহাকে দেখে মনে হচ্ছিলো কত দিনের চেনা। ওকে দেখে কেন জানি আমার চোখে পানি চলে আসলো। মনে হচ্ছিল, আমার ছোট বোন সে। তার মুখেই শুনি, ডাক্তার হাওয়ার স্বপ্ন তার। যখন ভাবলাম শুধু টাকার অভাবে ওর স্বপ্নটা পূরণ হবে না তখন খুব খারাপ লাগলো। তাই আমি এবং আমার পরিবার ওর দায়িত্ব নিয়েছি।’

এখন থেকে তোহার পড়াশোনার খরচ বহনের (স্পন্সর চাইল্ড) সিদ্ধান্ত নেন পড়শী।

নিজে একজন শিশুর দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্যদেরও এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান পড়শী।

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশন নিয়মিতই শিশুদের নিয়ে নানা রকম উদ্যোগ নিয়ে থাকে। এর আগে দেশের অনেক বরেণ্য ব্যক্তিত্বরা স্পন্সর চাইল্ড কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।