রিক্সায় চড়ে সিনেমার মাইকিং করছেন তাহসান
একটা সময় নতুন সিনেমা মুক্তির সময় পাড়ার অলিতে গলিতে বিশেষ ভঙ্গিতে মাইকিং করা করে সেই সিনেমার প্রচারণা চালানো হতো। এখন সেই দিন গেছে, ডিজিটাল মাধ্যমেই এখন চলে সিনেমার প্রচারণা। সিনেমার প্রচারণার পুরনো সেই ঐতিহ্যের কথা মনে করিয়ে দিলেন তাহসান।
৮ মার্চ মুক্তি পাবে মুস্তফা কামাল রাজ পরিচালিত তাহসান-শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমাটি। বেশ আট-ঘাট বেঁধেই সিনেমার প্রচরণায় নেমেছে এই সিনেমার টিম। তারই অংশ হিসেবে ‘যদি একদিন’ সিনেমার মাইকিং করতে দেখা গেল তাহসানকে।
রিক্সায় চড়ে তাহসান মাইকিং করছেন , ‘আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র- যদি একদিন। যদি একদিন। যদি একদিন!’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’-এর এমন প্রচরণার দৃশ্য দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, চারুকলার মোড়ে।
পুরো প্রক্রিয়া প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘আমরা চেয়েছি চলচ্চিত্রটিকে নিয়ে দর্শকের কাছে যেতে। প্রচারণার অংশ হিসেবে আমরা এমন আরও কিছু কর্মসূচি হাতে রেখেছি।’
৮ মার্চ নারী দিবসে সারা দেশের ২৫টির অধিক হলে মুক্তি পাবে মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমাটি।‘যদি একদিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।
এমএবি/এলএ/জেআইএম