জয়বাংলা কনসার্ট মাতাবে ৮ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরতে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। বিষয়টি নিশ্চিত করেছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। পঞ্চম বারের মতো এই আয়োজনের সঙ্গে থাকছে তারা।

ইয়াং বাংলা জানায়, আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হবে। বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। এবার কনসার্ট মাতাবে দেশের ৮টি জনপ্রিয় ব্যান্ড। এগুলো হলো- আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

ব্যান্ডগুলো নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।

জানা যায়, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কনসার্টে প্রবেশের টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। আগামী ১ মার্চ থেকে এ প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রদান করতে হবে।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।