একুশে পদক পাওয়ায় সুবর্ণা মুস্তাফা, লাকী ইনামকে সংবর্ধনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

এই বছর একুশে পদক পেয়েছেন নাট্য জগতের তিন বরেণ্য ব্যক্তি সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম ও লিয়াকত আলী লাকী। একুশে পদকপ্রাপ্ত তিন নাটকের মানুষকে সংবর্ধনা দিয়েছে অভিনয় শিল্পী সংঘ। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভায় ফুল দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।

এই সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অভিনয় শিল্পীরা আমাদের দেশের সাধিকার আদায়ের সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম সব ক্ষেত্রেই অনবদ্য ভূমিকা ছিল।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘শিল্প সাহিত্য সংস্কৃতি এই সব কিছুর পৃষ্ঠপোষকতা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের কাছ থেকে। এখন পাচ্ছি আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। একুশে পদক পাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম আনন্দের। আজ আমার কাছের মানুষদের কাছে সম্মাননা পেয়েও অনেক ভালো লাগছে।’

লাকী ইনাম বলেন, ‘বাংলাদেশ না হলে কোথায় থাকতো আমাদের বাঙালী শিল্প চর্চা। আজকে আমি ঋণ ঘোষণা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমি তার হাত থেকে পদক পেয়েছি, এটা অত্যান্ত আনন্দের ও গর্বের।’

এদিকে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পীদের বার্ষিক সাধারণ সভা আজ হল। মার্চে হবে নির্বাচন। শিগগিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

সাধারণ সভায় নিজেদের কাজের বিবরণ তুলে ধরেন আহসান হাবিব নাসিম। বিকেলে অনুষ্ঠিত হয় আনন্দ সম্মিলন। জানা গেছে, আগামী মার্চ মাসে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন শহীদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম। চলতি মাসে দুই বছর মেয়াদি ২১ সদস্যের এই কমিটির মেয়াদ শেষ হয়।

এমএবি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।