পায়রা নৌবন্দরকে বিশ্বমানের করার তাগিদ
চট্টগ্রাম ও মংলা নৌবন্দরকে অনুসরণ না করে পায়রা নৌবন্দরকে বিশ্বমানের করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশও করে কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সদস্য মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম অ্যাডভোকেট অংশ নেন।
বৈঠকে পায়রা বন্দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি পায়রা বন্দর উন্নয়নে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাথে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/এসকেডি/এমআরআই