প্রাণ ডালের আয়োজনে তারকাদের সঙ্গে সেরা প্রেমিকদের ডিনার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

চমৎকার ও মজার এক আয়োজন নিয়ে হাজির হয়েছিল দেশের বৃহত্তম বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য প্রাণ ডাল। ভালোবাসা দিবস উপলক্ষে তারা হাজির হন নানা রকম প্রেমিক খুঁজে বের করার অ্যাপ নিয়ে।

‘প্রাণ ডাল লাভার ডিটেক্টর’ নামে এই অ্যাপটি নিয়ে ফেসবুকে চলেছে ক্যাম্পেইন, যা শুরু হয় ২ থেকে এবং ১৪ ফেব্রুয়ারিতে এসে শেষ হয়। অ্যাপটি ব্যবহার করে খেলায় অংশ নিয়েছেন প্রতিযোগীরা। কে কেমন ‘লাভার’ সেটাই জানা গেছে এই অ্যাপটির মাধ্যমে।

দুই লাখেরও বেশি খেলোয়াড়দের মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন সেরা হিসেবে। তাদের নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি আয়োজিত হলো বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বিজয়ীরা তাদের সঙ্গীদের নিয়ে ডিনারের সুযোগ পান কয়েকজন তারকার সঙ্গে।

তারকাদের মধ্যে ছিলেন মিশু সাব্বির, তামিম মৃধা, আজমেরী আশা, প্রান্ত, পাপিয়া ও সুপ্ত।

বনানীর রয়েল পার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ফুডস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) আলি হাসান আলম, প্রাণ ফুডস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার নিয়াজ মাহমুদ নিয়ন এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার  রায়হান আহমেদ।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।