শান্তিরক্ষা মিশনে দায়িত্বরতদের প্রশংসা সংসদীয় কমিটির


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৭ আগস্ট ২০১৫

আইভরি কোস্ট (ইঊনোসি) এবং ডিআর কঙ্গো (মোনুসকো) এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশি সশস্ত্র বাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দেশের কল্যাণে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করে এবং বিশ্বদরবারে তাদের অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশ নেন।

কমিটির ১০ম বৈঠকে গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সরেজমিনে পরিদর্শনের ওপর আলোচনা হয় এবং কমিটির সদস্যবৃন্দ তাদের পরিদর্শনের অভিজ্ঞতার বিবরণ দেন। এসময় কমিটির সদস্যবৃন্দ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার বিস্তারিত বিবরণ দেন এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লে.জে. আবু বেলাল মো. সফিউল হকসহ নৌবাহিনী, বিমানবাহিনী এবং  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।