ডি এ তায়েবের অন্ধকার জগতে শাকিব খান!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমবার জুটি বেঁধে সিনেমা করলেন অভিনেতা ডি এ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘অন্ধকার জগত’। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবির প্রিমিয়ার হয়ে গেল আজ ১৬ ফেব্রুয়ারি। এফডিসির ৮ নং শুটিং ফ্লোরে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান। তিনি ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

শাকিব ‘অন্ধকার জগত’ নিয়ে বলেন, ‘একটি ভাল সিনেমা হয়েছে এটি। আন্ডারওয়ার্ল্ড ও তা দমনের সুন্দর গল্প। ডি এ তায়েবসহ সবাই খুব ভাল অভিনয় করেছেন। ছবিটির চিত্রনাট্য, কালার সবই আকর্ষণীয়। আমি আশাবাদী ছবিটি ভাল চলবে। দর্শকদের ভাল লাগবে এটি।’

ডি এ তায়েবের প্রশংসায় শাকিব বলেন, ‘ডি এ তায়েব একজন পুলিশের কর্মকর্তা হয়েও দীর্ঘদিন নিয়মিতভাবে শিল্প চর্চা করে যাচ্ছেন। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। তিনি এই ক্রান্তিকালে সিনেমা শিল্পে এগিয়ে এসেছেন। আগামীতে তিনি আরও ভাল কাজ নিয়ে নিয়মিত হবেই সেই প্রত্যাশা করি।’

প্রিমিয়ারে শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত ডি এ তায়েব। তিনি বলেন, 'শাকিব খান আমাদের গর্ব। বিদেশেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তিনি আমার ছবিটি নিয়ে অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

আর আজকের প্রিমিয়ারে তার অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি কলকাতায় ছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরেই সরাসরি ‘অন্ধকার জগত’-র প্রিমিয়ারে যোগ দিয়েছেন। তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।'

‘অন্ধকার জগত’ ছবির প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফিল্ম ক্লাবের সভাপতি লিটন হাশমী, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।

এলএ/এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।