আলিফ আহসানের ‘মনের মাঝে তুমি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ছোটবেলা থেকে গানের নেশা আলিফ আহসানের। বাবা-মায়ের প্রেরণায় ছোট থাকতেই গানের স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল। লেখাপড়ার পাশািপাশি গানের চর্চা অব্যাহত রেখেছেন তিনি। তারই ধারাবাহিকতায় ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন আলিফ আহসান।

গানগুলোর সুর ও সংগীত করেছেন শামীম মাহমুদ। এতে আলিফ হাসানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান ও মিতা ফারহানা। এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজুয়াল নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান ও সিফাত নিলয়।

গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হিসেবে ছিলেন আলিফ আহসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিনসহ আরো অনেকে।

অ্যালবাম নির্মাণ প্রসঙ্গে আলিফ আহসান বলেন, ‘আমি কোনো প্রাতিষ্ঠানিক গায়ক না, গাইতে গাইতে গায়েন, মৌলিক গানের কথাগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করছিল। রাতে ঘুম কেড়ে নিচ্ছিল। তাই সাহস করে গানগুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করবার চেষ্টা।’

তরুণ নির্মাতা ইনজাম হাসান বলেন, ‘গানগুলোর কথায় ভিন্ন ভিন্ন গল্প আছে। সেই গল্পকে মাথায় রেখে ভিজুয়াল নির্মাণের কাজ চলছে। ভালোবাসা দিবসে একটি গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে।’

তবে মার্চ মাসে ইউটিউবে পুরো অ্যালবামের গানগুলোর ভিডিও প্রকাশ করবেন আলিফ আহসান।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।