শতাধিক প্রেক্ষাগৃহে ব্ল্যাকমেইল


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

আগেই ঘোষণা ছিলো আগস্টের শেষ সপ্তাহে মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। সে অনুযায়ী আসছে শুক্রবার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ত্রিভূজ প্রেমের রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবিটিতে জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলন, ববি ও মৌসুমী হামিদ।

মেঘ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটির ট্রেলার প্রচার হয় চলতি মাসেই। সেসময় সমালোচনার মুখে পড়ে ছবিটি তার পরিচালক। ট্রেলারের ভিডিওতে দেখা যায়, ব্ল্যাকমেইল ছবিটি বলিউডের ‘গুন্ডে’ ছবির আদলে তৈরি করা হয়েছে। সেখানে দেখানো হয়েছিলো দুই নায়কের বেড়ে ওঠা, টিকে থাকার লড়াই ও প্রেম। আর ব্ল্যাকমেইলে দেখানো হয়েছে দুই নায়িকার বেড়ে ওঠা, টিকে থাকার লড়াই ও প্রেম। তবে এই সমালোচনার জবাবে পরিচালক অনন্য মামুন বলেন, তিনি ছবির গল্পটি গুন্ডে থেকে অনুপ্রাণীত হয়েই তৈরি করেছেন। তবে তার নির্মাণ ও ছবির কাহিনী আলাদা। সেইসাথে ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মামুন।

ব্ল্যাকমেইল ছবিতে গান রাখা হয়েছে পাঁচটি। এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, ইমরান, এলিটা, পড়শী, পূজা ও লেমিছ। পরিচালক মনে করেন ব্ল্যাকমেইল ছবিটি রোমান্স, অ্যাকশন সব মিলিয়ে দর্শকের পূর্ণ বিনোদনের খোরাক জোগাবে। ছবিটিতে প্রথমবারের মতো ববি, আনিসুর রহমান মিলন ও মৌসুমীকে একসাথে দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন কাজী হায়াত, মিশা সওদাগর, ডন, শিবাশানু প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।