হঠাৎ আলোচনায় বিন্দু, ফিরবেন কি শোবিজে?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

মিষ্টি তার হাসি। হৃদয় দোলানো তার দু চোখের চাহিন। কণ্ঠে মায়ার ছড়াছড়ি। নজরকাড়া সৌন্দর্যের প্রমাণ দিয়েই শোবিজে ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আগমন করেছিলেন।

সৌন্দর্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন শোবিজ। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বিশেষ করে টিভি নাটকে সমসাময়িকদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন ব্যস্ততায়। কিন্তু হঠাৎ বিয়ে করে ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর আর নেই কোনো খবরে।

বলছি লাক্স তারকা আফসান আরা বিন্দুর কথা। সংসার জীবনে কেমন আছেন তিনি? সে গল্প তার খুব কাছের মানুষ ছিলেন যারা একসময় তাদের কাছেও পাওয়া যায় না। হুট করে শোনা গিয়েছিলো স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছে। সেই খবর গুজবই থেকে গেছে।

এদিকে হঠাৎ করেই বিন্দুর দেখা মিললো রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০১৯: কল্যাণের পথচলা’ শীর্ষক ম্যারাথনে। গেল ১‘ ফেব্রুয়ারি এই ম্যারাথনে অংশ নেন চিত্রনায়ক ফারুক, অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা নিপুণসহ আরো অনেকে। তাদের সঙ্গে ছিলেন বিন্দুও।

ব্র্যাকের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে কথাও বলেন বিন্দু। জানান, দশ বছরের বেশি সময় ধরে ব্রাকের সেবা গ্রহণ করছেন তিনি। একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে নিয়মিত শরীর ফিট রাখতে পছন্দ করেন বিন্দু। যান নিয়মিত জিমেও।

Bindu

হঠাৎ আড়াল ভেঙ্গে প্রকাশ্যে বিন্দু! এই খবরে চমকে যাচ্ছেন সবাই। সেদিনের ম্যারাথনে অংশ নেওয়া এক তারকা বলেন, ‘আমিও দীর্ঘদিন পর বিন্দুকে দেখে অবাক হয়েছি। ওকে তো ভুলেই গিয়েছিলাম প্রায়। অনেকদিন পর ওকে পেয়ে বেশ কথা হলো। ভালো আছে বিন্দু।’

এদিকে বিন্দুর হঠাৎ দেখা মেলায় আলোচনা হচ্ছে আবারও হয়তো শোবিজে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। অনেকেই খোঁজে বেড়াচ্ছেন বিন্দুর ফোন নাম্বার। তাকে নিয়ে নাটক নির্মাণেরও পরিকল্পনা করছেন অনেক নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিন আড়ালে থাকলেও বিন্দুর আবেদন যে ফুরায়নি একচুল তারই প্রমাণ এক ঝলকের দেখা দিয়ে এভাবে আলোচনায় চলে আসা।

প্রসঙ্গত, ২০০৬ সালে শোবিজে পা রাখা বিন্দু হুমায়ূন আহমেদের গল্প ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন। পরে অভিনয় করেছেন ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘জাগো’ চলচ্চিত্রে। পাশাপাশি নিয়মিত কাজ করেছেন ছোটপর্দাতেও। তার বেশ কিছু নাটক ও টেলিফিল্ম জনপ্রিয়তা পেয়েছে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।