অসুস্থ আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক অসুস্থ আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এ সুরকার।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিএনপি মহাসচিব আলাউদ্দিন আলীর শয্যা পাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন।

এ সময়ে সুরকার মুনিরুজ্জামান মুনির, কণ্ঠশিল্পী মুনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই সাপ্তাহ আগে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আলাউদ্দিন আলীকে এ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জে। ৪৪ বছরের সংগীত জীবনে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি। সংগীত শিল্পী আলিফ আলাউদ্দিন তারা বাবা।

কেএইচ/এমএমজেড/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।