এমপি হয়ে জনতার সংসদে নায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো আজ বুধবার (৩০ জানুয়ারি)। এ দিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও জানানো হয়নি। প্রথম অধিবেশন শুরু উপলক্ষে জাতীয় সংসদের ভেতরটা ফুল ও সুদৃশ্য গাছের টব দিয়ে সাজানো হয়েছে।

এবারের অধিবেশনে সংসদ সদস্য হিসেবে যোগ দিয়েছেন চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। মিয়াভাই খ্যাত এই নায়ক ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছেন।

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন তিনি। সংসদে প্রবেশের আগে জাগো নিউজের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘সংসদ হলো জনগণের জন্য, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে যান।

তারা জনগণের কথা বলেন, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের কথা বলেন। তাদের মতো আমিও একজন প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছি আজ। এটা অন্যরকম এক ভালো লাগা। আমি আমার এলাকার মানুষের দাবির কথা সংসদে তুলে ধরতে চাই। তাদের উন্নয়নের চেষ্টা করতে চাই।’

নায়ক ফারুক বলেন, ‘আমি জানি সিনেমার মানুষেরা আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমি চেষ্টা করবো যদি কোনো সুযোগ পাই সেটা কাজে লাগাতে।’

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়।

তবে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মারা যাওয়ায় সংসদে শোক প্রস্তাব আনা হবে। এরপর তার স্মরণে আলোচনা হবে।

রাষ্ট্রপতির ভাষণ উপলক্ষে প্রধান বিচারপতি ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা সংসদে যান। এজন্য সংসদে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের অনুচ্ছেদ-৭৪ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা আগে নোটিশ দিতে হয়। একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।