উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা। ভোট দেওয়ার মাধ্যমে আগামী দুই বছরের জন্য প্রতিনিধি বাছাই করে নিবেন তারা। ভোটগ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ বছর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হচ্ছে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল। আর অন্যটি হলো বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করবেন পরিচালক সাফি উদ্দিন সাফি।

সিনেমার পরিচালকদের এই নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে আছেন শফিকুর রহমান, ডি এইচ নিশান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৪২ জন থেকে ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জনকে পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে। ২০১৯-২০ মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে মোটা ভোটার ৩৬২ জন।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।