সুন্দরীতমার অ‌পেক্ষায় রোশান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

ঢাকাই সি‌নেমায় নায়ক রোশ‌ান পথ চল‌তে শুরু ক‌রে‌ছি‌লেন জাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার ‘রক্ত’ সি‌নেমায় অ‌ভিনয়ের মাধ্য‌মে। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’, ‘বেপরোয়া’ সিনেমায় অভিনয় করে‌ছেন। কলকাতার সি‌নেমা ‘কক‌পি‌ট’ অ‌ভিনয় ক‌রেও বেশ সাড়া পান এ নায়ক।

সুদর্শন এ নায়ক এবার প্রথমবা‌রের ম‌তো দে‌শে জা‌জের বাই‌রে অন্য কো‌নো প্র‌তিষ্ঠা‌নের সি‌নেমায় অ‌ভিনয় কর‌তে যা‌চ্ছেন। তার নতুন ছ‌বি‌টির নাম ‘সুন্দরীতমা’। যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের প‌রিচালনায় নি‌র্মিত হ‌বে সি‌নেমা‌টি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ছ‌বির ঘোষণা দেন এর নির্মাতারা। ওই রেস্তোরাঁই সি‌নেমা‌টির চু‌ক্তিপ‌ত্রে সই ক‌রেন রোশান। এ সময় ইস্পাহা‌নি আ‌রিফ জাহান ছাড়াও সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন জাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার আব্দুল আ‌জিজ।

আগামী মার্চ থেকে এই সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন ব‌লে জানা‌লেন নির্মাতা ইস্পাহা‌নি। শিগ‌গিরই অন্য শিল্পীদের চুক্তিবদ্ধ করানো হবে। ব‌লেও জানান‌ তি‌নি।

কে হ‌চ্ছেন এ সি‌নেমার না‌য়িকা। রোশা‌নের সুন্দরীতমা কে? এই প্র‌শ্নের উত্ত‌রে আ‌রিফ জাহান ব‌লেন, ‘এই সিনেমায় নতুন নায়িকা নেয়া হবে। তবে কাকে নেয়া হবে, সেটা চমক হিসেবে থাক। সুন্দরীতমার জন্য আরও ক‌য়েকদিন অ‌পেক্ষা কর‌তে হ‌বে। আমরা আনুষ্ঠা‌নিকভা‌বে তার নাম ঘোষণা কর‌বো।’

নতুন ছ‌বি নি‌য়ে রোশান বলেন, ‘সিনেমার গল্প শুনেছি। খুব সুন্দর একটি গল্প। এ ধরনের গল্পে এর আগে কখনো অভিনয়ের সুযোগ পাইনি। আশা করছি, দর্শকদের কাছেও ভালো লাগবে। যে‌হেতু আ‌মি জা‌জের মাধ্য‌মে এ‌সে‌ছি। এই সি‌নেমার স‌ঙ্গে চু‌ক্তিবদ্ধ হওয়ার আ‌গে জাজ মা‌ল্টি‌মিয়ার কর্ণধার আ‌জিজ ভাই‌কে ব‌লি। উ‌নি ইস্পাহা‌নি আ‌রিফ জ‌াহান ভাই‌য়ে এই সি‌নেমায় অ‌ভিনয় করার পরামর্শ দেন। জা‌জের বাই‌রে দে‌শে এটা হ‌বে আমার প্রথম কাজ। আশা কর‌ছি ভা‌লো‌ কিছু হ‌বে।’

আব্দুল আ‌জিজ বল‌লেন, ‘জাজ কো‌নো আ‌র্টিস্ট‌কে আট‌কে রা‌খে না, ভা‌লো কা‌জের সু‌যোগ আস‌লে তা‌দের শুভকামনা জানায়।রোশান অ‌নেক ভা‌লো কর‌ছে জা‌জের আরও তিন‌টি ছ‌বি‌তে অ‌ভিনয় কর‌বে সে। ওর সা‌র্বিক সাফল্য ক‌মিনা ক‌রি।’

এমএ‌বি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।