না.গঞ্জে দুই নারী শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ আগস্ট ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাও উপজেলার কাঁচপুরে ট্রাক চাপায় ২ জন টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, নাজমা (৩৫) ও জিয়াসমিন আক্তার মিতু (১৫)।  এসময় রিতা (১৪) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত নাজমা নেত্রকোনা জেলার ফকিরবাজার এলাকার শহীদ মিয়ার মেয়ে ও নিহত অপরজন জিয়াসমিন আক্তার মিতু একই এলাকার জালালউদ্দিন মেয়ে।  এ দুইজন জোবেদা টেক্সটাইল মিলের শ্রমিক।  তারা দুইজন কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
সোমবার সকালে মহাসড়কের পাশে স্কয়ার গার্মেন্টসের সামনে নিহত নারী শ্রমিকের লাশ দেখতে পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিনগত গভীর রাতে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জোবেদা টেক্সটাইল মিলের তিন শ্রমিক অটোরিকশায় করে কাঁচপুরের সেনবাগের বাড়ি ফিরছিলেন।  তখন একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।  এতে নাজমা ও জিয়াসমিন মারা যায়।  পরে সোমবার সকালে পুলিশ রাস্তার পাশ থেকে লাশ দুটি উদ্ধার করে।

কাচঁপুর হাইওয়ের ওসি মাহামুদুর রহমান জাগো নিউজকে জানান, রূপগঞ্জের জোবেদা টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপায় দিয়ে দ্রুত পালিয়ে যায়।  পরে দুইজন নারী শ্রমিক নিহত ও একজন আহত হয়।  লাশ দুটি উদ্ধার করে ময়নাতর্দন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

শাহাদাৎ হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।