শ্রীদেবী নাম পরিবর্তন করবেন না রামু


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৪ অক্টোবর ২০১৪

অশ্লীল ছবিতে নিজের নাম ব্যবহার হওয়ায় বিতর্কিত পরিচালক রামগোপালকে আইনী নোটিশ পাঠিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রীদেবী৷ তাঁর বক্তব্য ছিব রামুর আপকামিং তেলেগু ছবির বিষয়বস্তু অশ্লীল৷

এই ধরণের ছবিতে তাঁর নাম ব্যবহার হলে বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর ইমেজ খারাপ হতে পারে৷ এই কারণেই রামুকে ছবির নাম বদল করতে বলেন শ্রীদেবী৷ কিন্তু বিতর্কিত পরিচালক ফের বিতর্ক উসকে দিয়ে সোজা সাপটা জবাব ছুঁড়ে দিলেন শ্রীদেবীর দিকে৷ রামু জানিয়েছেন কোন মতেই তিনি এই ছবির নাম বদল করবেন না৷

প্রথমে এই ছবির নাম রাখা হয়েছিল ‘সাবিত্রী’৷ কিন্তু ফের হঠাৎ ছবির নাম বদল করে রামু এই ছবির নাম রাখেন ‘শ্রীদেবী’৷ আর এতে বলাই বাহুল্য, চটেছেন বলিউডের ‘চাঁদনী’৷

রামু যদিও জানিয়েছেন, তার এই নামে ছবি বানানোর আইনত ও নৈতিক অধিকার রয়েছে৷ রামুর বক্তব্য, তিনি অন্ধ্রপ্রদেশ ফিল্ম চেম্বার থেকেই এই ছবির নাম নিয়েছেন৷ শ্রীদেবীকে শান্ত করতেই তিনি বলেছেন, তিনি বরাবর শ্রীদেবীকে সম্মান করে আসছেন এবং এই ছবির সঙ্গে তাঁর কোন যোগাযোগ নেই৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।