নিষেধাজ্ঞায় হতাশ রানা প্লাজার টিম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৪ আগস্ট ২০১৫

দেশের মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে খ্যাত সাভারের ‌‘রানা প্লাজা’ ধ্বসের কাহিনীকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র। নজরুল ইসলাম খান পরিচালিত আলোচিত ছবি ‘রানা প্লাজা’য় অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা পরীমনি।

অনেক ঝামেলা আর প্রতীক্ষার পর সম্প্রতি সেন্সরে ছাড়পত্র পেয়েছিলো ছবিটি। প্রস্তুতি নিচ্ছিলো মুক্তির। দিনক্ষণ ঠিক হয়েছিল আগামী ৪ সেপ্টেম্বর। কিন্তু বিধি বাম! সোমবার দুপুরে ছবিটি সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

জানা গেছে, ‘রানা প্লাজা’ ছবির সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে। হাইকোর্টের এই হঠাৎ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানসহ এর কলাকুশলীরা।

এ প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য পরিচালক নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগোনিউজের কাছে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি এইমাত্র জানলাম মহামান্য হাইকোর্ট ছবিটি প্রচারের জন্য ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু কি জন্যে এটা হয়েছে তা আমার বোধগম্য নয়। খবরটি শোনার পর আমি আপসেট হয়েছি।’

পরিচালক বলেন, ‘এ মুহূর্তে এই সিদ্ধান্তে আমি ও আমার প্রযোজকের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। ছবিটি ৪ সেপ্টেম্বর মুক্তির লক্ষে সব প্রস্তুতি শেষ করেছিলাম আমরা। দেশের শতাধিক সিনেমা হলে বুকিং দেয়াও শেষ হয়েছিলো। তাই ছবির প্রচারণার জন্য অনেক টাকাও খরচ হয়েছে। এসময়ে এসে ছবিটির আটকে যাওয়াটা খুবই হতাশার।’

এ বিষয়ে ছবির নায়ক সাইমন বলেন, ‘অনেক চড়াই উৎরাই পার করে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলো। এর তারিখও নির্ধারণ হয়েছিলো। মুক্তির আগে আগে হাইকোর্টের এমন আদেশে হতাশ হয়েছি। একটি বাস্তব করুণ কাহিনী নিয়ে নির্মিত ছবিটি কেন বারবার আটকে দেয়ার চেষ্টা হচ্ছে বুঝতে পারছি না। আমি অনেক আশাবাদী ছিলাম এ ছবিটি নিয়ে।’

এদিকে ‘রানা প্লাজা’ ছবির সম্প্রচারে হাইকোর্ট ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আপনি এ সম্পর্কে কিছু জানেন? প্রশ্ন শুনে রীতিমত চমকে উঠেন ছবিটির কেন্দ্রীয় চরিত্র ‘রেশমা’র ভূমিকায় অভিনয় করা পরীমনি। তিনি বলে উঠেন, ‘কী বলছেন! ঠাট্টা করছেন না তো আবার! এটা কিভাবে সম্ভব! আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। কিন্তু রানা প্লাজা তো সেন্সরে ছাড়পত্র পেয়েছিলো। তবে হঠাৎ এই সিদ্ধান্ত কেন এল! এটা খুবই হতাশার। রানা প্লাজা নিয়ে আমার অনেক স্বপ্ন ও প্রত্যাশা। এর সাথে অনেক আবেগও জড়িয়ে আছে আমার। কারণ, এটি ছিলো নায়িকা হিসেবে আমার চুক্তিবদ্ধ হওয়া প্রথম ছবি। খুব খারাপ লাগছে। আসলে এই ছবিটির ভাগ্যই মন্দ। বারবার বাঁধার মুখে পড়তে হচ্ছে।’

উল্লেখ্য, দীর্ঘদিন সেন্সরে আটকে থাকার পর শামীম আক্তার প্রযোজিত এই ছবিটি গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ ছবিটিকে সনদপত্র প্রদান করে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।