মনোনয়নপত্র সংগ্রহ করলেন কণ্ঠশিল্পী সুমি আক্তার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমি আক্তার। বুধবার আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর সুমি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে মনোনয়ন কিনলাম। সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপশি আমার এলাকা জয়পুরহাটকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে চাই।’

প্লে মিউজিক প্রডাকশনের কর্ণধার সুমি আক্তারকে দীর্ঘদিন ধরে গান করছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, প্রেম আমার, পাতা ঝড়া কথা। এছাড়া বিভিন্ন জনপ্রিয় নাটক প্রযোজনাও করেছেন তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।