শিল্পীর চিত্রপটে বঙ্গবন্ধু


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৪ আগস্ট ২০১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাসের ‘চিত্রপটে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনীটি চলবে ২৩-৩১ আগস্ট পর্যন্ত। ৯ দিনব্যাপি শিল্পীর ৩য় একক এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ৪৪টি শিল্পকর্ম।

রোববার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন্নবী, শিল্পী আবুল বারক আলভী, বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর সচিব ও চারুকলা বিভাগের পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অনুভুতি ব্যক্ত করেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।