জমজমাট এফডিসি, ভোট চাইছেন পরিচালকরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

বছরের শুরুতে জমে উঠেছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। আগামী ২৫ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালকদের নির্বাচনকে ঘিরেই এখন জমজমাট এফডিসি প্রাঙ্গন। এরইমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত শুক্রবার (১১ জানুয়ারি) প্রকাশিত হয়েছে খসড়া প্রার্থী তালিকাও। পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতে শুরু করেছেন পরিচালকরা।

জানা গেছে, এবার সভাপতি পদে নির্বাচন করবেন বাদল খন্দকার এবং মুশফিকুর রহমান গুলজার। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর ও শাহ আলম কিরণ ।

মহাসচিব পদে লড়বেন তিনজন প্রার্থী। বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন ছাড়াও বজলুর রাশেদ চৌধুরী ও সাফিউদ্দিন সাফি। পল্লী মালেক, রকিবুল আলম রকিব আর শাহিন সুমন উপ-মহাসচিব পদে প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বি মোঃ সালাহউদ্দিন, সেলিম আজম। সাংগঠনিক পদে কবিরুল ইসলাম রানা, মোস্তাফিজুর রহমান মহারাজ, মোঃ জয়নাল আবেদীন। আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে বিপ্লব শরীফ, মোস্তাফিজুর রহমান মানিক নির্বাচনে অংশগ্রহণ করবেন।

ওয়াজেদ আলী বাবলু ও শাহিন কবির টুটুল সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে নির্বাচন করবেন। প্রচার, প্রচারণা ও দপ্তর সচিব পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন আনোয়ার সিরাজী, হানিফ আকন দুলাল।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যের দশটি পদের জন্য মোট প্রার্থী হয়েছেন ২৩ জন। তারা হলেন- আবুল খায়ের বুলবুল, আব্দুস সামাদ খোকন, আলী আজাদ, আহম্মেদ আলী মন্ডল, আহমেদ ইলিয়াস ভূঁইয়া, এম এ আউয়াল, এ কে ফোরকান, কমল সরকার, কাজী আলমগীর, কামরুজ্জামান, ছটকু আহমেদ, জি সরকার, দেওয়ান নাজমুল, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, মোস্তাফিজুর রহমান বাবু, মৃদুল আহমেদ দিশারী, মোঃ আবুল কালাম আজাদ, শিল্পী চক্রবর্তী, শাহাদাৎ হোসেন লিটন, শাহেদ চৌধুরী, শফিক হাসান, সাইদুর রহমান সাইদ এবং সোহানুর রহমান সোহান।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে থাকছেন আ.শ.ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির ৩৬১ জন সদস্য তাদের নতুন নেতৃত্ব নির্বািচিত করতে ভোট প্রদান করবেন। নির্বাচনে জয়ী প্রার্থীরা আগামী দুই বছর চলচ্চিত্র পরিচালক সমিতিকে নেতৃত্ব দেবেন। ২০১৭-১৮ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বদিউল আলম খোকন।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।