থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। আগামীকাল শুক্রবার, ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

গত ৭ থেকে ৯ জানুয়ারি মহিলা সমিতির মঞ্চে নাটকটির কারিগরি মহড়া অনুষ্ঠিত হয়। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা।

নাটকটির নির্দেশক ড. মোহাম্মদ বারী জানালেন, ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। মুখোমুখি হয় দুজন।

নাটকটিতে অভিনয় করবেন, মোহাম্মদ বারী (কবি), মেহমুদ সিদ্দিকী লেনিন/ মাজিদুল মিঠু (অমিত), মাহফুজ সুমন (ছায়া-১), নুরুজ্জামান বাবু (ছায়া- ২), সরকার জামান/আকাশ মোদক (ছায়া-৩), এস আর সম্পদ (ছায়া- ৬), ফৌজিয়া করিম/ অপ্সরা মৌ (কবিস্বত্ত্বা), মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিক (কোরাস)। নাটকটির প্রযোজনা অধিকর্তা রোকেয়া রফিক বেবী।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।