রানআউটের সঙ্গে অভি কথাচিত্র
বছরের আলোচিত ছবি ‘রানআউট’র পরিবেশনা সংস্থা হিসেবে যুক্ত হল স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র। শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওতে প্রতিষ্ঠান দু’টির মাঝে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।
এতে স্বাক্ষর করেন দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি ও ‘নিউজেন এন্টারটেইনমেন্ট’র কর্ণধার সাদাত মাহমুদ তানভীর। এ সময় উপস্থিত ছিলেন ছবিটি পরিচালক তন্ময় তানসেন।
তন্ময় তানসেনের পরিচালিত দ্বিতীয় এ ছবিতে অভিনয় করেছেন সজল, ওমর সানি, মৌসুমি নাগ, রোমানা স্বর্ণা, তানভীর হাসান প্রবাল, আহমেদ শরীফ, তারিক এনাম খান। ছবিটির একটি বিশেষ চরিত্রে অংশ নিয়েছেন নায়লা নাঈম।
পরিচালকের নিজের গল্পে ছবিটির চিত্রনাট্য করেছেন রফিকুল ইসলাম পল্টু। ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন পরিচালক। সম্পাদনায় ছিলেন মাহফুজুল হাসান সজীব। ছবিটির সঙ্গীত পরিচালনায় ব্যান্ড দল ভাইকিংস।
পরিচালক জানালেন ছবিটি ঈদুল আযহার পরে মুক্তি পাচ্ছে। একশের হলে ছবিটি মুক্তির টার্গেট।
ছবিটির অনলাইন মিডিয়া পার্টনার ঢালিউড২৪.কম ও ম্যাগাজিন পার্টনার সাপ্তাহিক ঢালিউড। রেডিও পার্টনার রেডিও ফুর্তি।
এলএ/এমআরআই