নারী দিবসে দর্শকের গল্পে নারী নির্মাতাদের নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে ৩টি নাটক।

নাটক ৩টি নির্মাণ করবেন ৩জন নারী নির্মাতা। তারা হলেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত।

এ উপলক্ষে রোববার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আরটিভির পক্ষ থেকে তিন নারী নির্মাতার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মার্কেটিং এজিএম মো. মোজাম্মেল হোসেন, প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু।

অনুষ্ঠানে সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘আমরাই প্রথম নারী দিবসকে সামনে রেখে বড় ধরনের আয়োজন, যেমন আলোকিত নারী সম্মাননা প্রদান করি। আরটিভি’র অনুষ্ঠান পরিকল্পনায় আমরা সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি।

বর্তমান নারীরা ক্রমশ অগ্রসরমান। তার প্রতিফল আমরা সমাজ বাস্তবতায় দেখতে পাচ্ছি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের সবার জন্য অনুকরণীয়। সেই সব গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই আমরা আয়োজন করছি ‘প্রেরণায় নারীর গল্প’।’’

অনুষ্ঠানে জানানো হয় ৩ নারী নির্মাতা নাটকগুলো নির্মাণ করবেন দর্শকের পাঠানো গল্পে।
প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া নারীদের গল্প ৭০০ শব্দের মধ্যে লিখে মেইল করতে হবে [email protected] ঠিকানায়। অথবা ফোন করা যাবে ০১৮৭৮১৮৪০৫৩ নম্বরে। লেখা পাঠানোর শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।