বছরের প্রথম শুক্রবার দুই ছবির মুক্তি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯

নতুন বছরের প্রথম শুক্রবার আজ। বছরের শুরুটা হচ্ছে দুই ছবির মুক্তির মাধ্যমে। এর মধ্যে একটি আমদানি করা অন্যটি দেশিও ছবি। এর মধ্যে একটি হলো জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিসর্জন’ ও রাজ ইব্রাহীম অভিনীত অ্যাকশন ধারার ছবি ‘আই অ্যাম রাজ’।

‘বিসর্জন’ চলচ্চিত্রটি সাফটা চুক্তির আওতায় দেশে এনেছে মধুমিতা মুভিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, বাংলাদেশে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’। ছবিটি ঢাকায় মধুমিতা, শ্যামলী, বলাকা ও স্টার সিনেপ্লেক্সে চলবে। চট্টগ্রামে ছবি দেখানো হবে আলমাস ও সিলভারস্ক্রিনে।

অন্যদিকে রাজ ইব্রাহীম অভিনীত অ্যাকশন ধারার ছবি ‘আই অ্যাম রাজ’। এটি পরিচালনা করছেন এম আজাদ ও প্রযোজনায় আছে এন্টারটেইনমেন্ট। এখানে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ। বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা সাবরিনা মামিয়া।রাজ ও মামিয়া

প্রসঙ্গত, আজ কলকাতায় মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়া আহসানের নতুন চলচ্চিত্র ‘বিজয়া’। ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল ‘বিজয়া’। যেখানে অভিনয় করেছেন জয়া আহসান ও কলকাতার আবির চ্যাটার্জি।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।