দুই গান দিয়ে বছর শুরু করলেন লুবনা লিমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

শুরু হলো নতুন বছর। অনেক পরিকল্পনা নিয়ে নিজেদের ব্যস্ত ক্যালেন্ডার সাচ্ছেন শোবিজের তারকারা। তার অংশ হিসেবে সংগীতশিল্পী লুবনা ইয়াসমিন লিমি হাজির হয়েছেন নতুন দু’টি গান নিয়ে।

গত ৩১ ডিসেম্বর গানগুলো প্রকাশ হয়েছে। আই টিউনসের ব্যানারে প্রকাশ হওয়া গান দুটির শিরোনাম ‘চুপকথা’ ও‘দূষণ’। ‘চুপকথা’ গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস এবং ‘দূষণ’ গানটির সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গান দু’টির রচনা ও সুর করেছেন শিল্পী নিজেই।

নতুন দুই গান সম্পর্কে লিমি বলেন, ‘দূষণ’ গানটি মূলত: সময়ের বিবর্তনে আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবর্তনগুলো নিয়ে লেখা হয়েছে। ভালোবাসার কথা দিয়ে পরিবর্তন তুলে ধরা হয়েছে গানটিতে। আর ‘চুপকথা’ গানটি গল্পভিত্তিক একটা গান। আশা করছি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো।’

গানে গানে সমাজের নানা কথা বলে যাওয়াকে শিল্পীর দায়বোধের চর্চা বলে মনে করেন লুবনা লিমি। তার মতে প্রেমের গানেও বিপ্লব আসে, মানুষের জীবনের নানা কথা বলা যেতে পারে।

প্রসঙ্গত, লিমির এ পর্যন্ত তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১২ সালে রিলিজ পায় লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। এতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলো লিখেছেন ও সুর করেন লিমি নিজেই। অ্যালবামটির সংগীত পরিচালনা করেন তানভীর আলম সজীব।

দ্বিতীয় অ্যালবাম ‘একটুখানি ঘুমে’ ভারতীয় সংগীতশিল্পী নচিকেতার লেখা, সুর ও সংগীতায়োজনে দুটি গান করেন লিমি। আর তৃতীয় অ্যালবামের নাম ‘গান, গল্প ও ভালোবাসা’।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।