মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮
ছবি : মাহবুব আলম

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ভোট দিয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে অংশ নেন তিনি।

রাজধানীর গুলশান ২ এ মডেল স্কুলে ভোট দেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন তার মা রেজিয়া বেগম। তিনিও একই কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়া শেষে শাকিব খান বলেন, 'খুব সুন্দর পরিবেশ ছিল ভোট কেন্দ্রে। ভেবেছিলাম হয়তো লোক কম থাকবে। কিন্তু প্রচুর ভোটার ছিল। বিশেষ করে নারী ভোটার ছিল চোখে পড়ার মত। ভোটকেন্দ্রে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, আড্ডা হল।'

Shakin-22

তিনি বলেন, 'আমি ও মা আমরা দেশ ও দেশের মানুষের উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছি। আশা করছি নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও মনোনিবেশ করবেন।'

এর আগে সকালে ভোট দিতে যান শাকিব খানের বাবা আব্দুর রব।

প্রসঙ্গত, শাকিব খান নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেননি। তবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী ও সংস্কৃতিবান্ধব নেত্রী আখ্যায়িত করে নৌকায় ভোট চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন।

এলএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।