তারকারা কে কোথায় ভোট দেবেন
রোববার, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে সরব রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। শুরু থেকেই তারা নৌকার প্রচারণায় অংশ নিচ্ছেন।
কাল তারা ভোটও দেবেন। নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন তারকারা। তারকারা কে কোথায় ভোট দেবেন দেখে নেয়া যাক-
শাকিব খান
‘ঢাকা ১৭ আসন’-এর ভোটার শাকিব খান। গুলশানের একটি ভোট কেন্দ্রে রোববার সকালে ভোট দিতে যাবেন তিনি। কাল কোনো শুটিং রাখেননি এই নায়ক। ভোট শেষে দিনভর চোখ রাখবেন ভোটের খবরাখবরে। তার প্রত্যাশা, ‘আমি চাই নির্বাচনের সব ঝামেলা একদিনেই শেষ হয়ে যাবে। এবারে উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনকে ঘিরে। কারণ সব দল অংশ নিচ্ছে।’
পপি
চিত্রনায়িকা পপি রোববার সকালেই ভোট দিতে যাবেন। তিনি সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশের প্রত্যাশায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তার প্রত্যাশা, ‘আমি চাই উৎসব আমেজে সুন্দর একটি নির্বাচন।’
দীপা খন্দকার
এই অভিনেত্রী ধানমন্ডির ভোটার। কামরুন্নেসা স্কুলের কেন্দ্রে তিনি কাল ভোট দিতে যাবেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচন নিয়ে প্রত্যাশা থাকবে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। আর ভোট একজন নাগরিকের অধিকার। সবাই যেন ভোট দিতে পারেন। প্রত্যেকের জায়গা থেকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি।’
নিরব
ভোট দেওয়া একটি নাগরিক অধিকার। সেই অধিকারের স্বাদ উপভোগ করতে পছন্দ করেন নিরব। তিনি দক্ষিণ কাফরুলের বাসিন্দা। ঢাকা ১৫ আসনের ভোটার। উত্তর কাফরুল ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানান তিনি।
সাইমন সাদিক
ভোটের জন্য দুদিন আগেই নিজ এলাকায় চলে গেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি কিশোরগঞ্জ ১ আসন (সদর) এলাকার ভোটার। শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকালেই ভোট দিতে যাবেন।
বাঁধন
এবারের নির্বাচনে প্রায় সব দলই অংশ নিয়েছে। তাই উৎসব আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে। এই আমেজেই কাল ভোট দিতে যাবেন অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, ‘আমি ঢাকা ১৬ আসনের ভোটার। মিরপুর এনডিসি মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবো।
কাল আমি আর আমার আম্মু একসাথে দুপুরের দিকে ভোট দিতে যাবো। এরপর ফলাফলের অপেক্ষায় থাকবো। এবারের নির্বাচন নিয়ে এটুকই প্রত্যাশা যেন স্বাধীনতার পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হয়।’
প্রভা
শরীয়তপুরের মেয়ে অভিনেত্রী প্রভা। আগামীকাল সকালে শরীয়ত পুর যাবেন ভোট দিতে। সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচনের প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।
ইমন
ঢাকা-১১ আসনের ভোটার ইমন। ভোটের দিন সকাল তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাসার পাশে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ওইদিন কোনো ব্যস্ততা রাখেননি তিনি। বাসায় বসে খবর রাখবেন ভোটের। শান্তিতে সবাই ভোট প্রদান করবেন এটাই প্রত্যাশা করছেন তিনি।
জ্যোতিকা জ্যোতি
ময়মনসিংহ-৩ আসনের বাসিন্দা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এই আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। ভোটও দেবেন তাকে। জ্যোতি বলেন, ‘আমি চাই একটি সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ। যে বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। এই দলের জয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, সবাইকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়ার আহ্বান করছি।’
সিয়াম আহমেদ
নবাগত চিত্রনায়ক সিয়াম ঢাকা-১৯ আসনের ভোটার। রাজারবাগ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেবেন তিনি। ভোটের দিন তাই ভোট দিয়ে সারাদিন বাসায় থাকবেন। আমি আশা করবো, নির্বাচনের দিন সারাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। উৎসবের আমেজে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখতে ভালো লাগছে।
বাপ্পী
নারায়ণগঞ্জ -৪ আসনের চাষাড়া এলাকার ভোটার এই চিত্রনায়ক। ভোটের দিন কোনো শুটিং নেই রাখেননি। সকাল সকাল ভোট দিতে যাবেন। এরপর চেষ্টা করবেন বন্ধুদের নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখতে। বাপ্পীর চাওয়া, ‘যে সরকারই ক্ষমতায় আসুক তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েই আসে।’
বিপাশা কবির
ঢাকা-৯ আসনের ভোটার চিত্রনায়িকা বিপাশা কবির। কাল তিনি স্থানীয় ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। নতুন প্রজন্ম হিসেবে আমার যতটুকু দেখা আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন করেছে। যার হাত ধরে দেশের উন্নয়ন হচ্ছে আমি তাকেই ভোট দেবো। কোনো অরাজকতা যেন না হয় সেই প্রত্যাশা করছি।
রেসি
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হোক শান্তিপূর্ণভাবে এটাই প্রত্যাশা করছেন চিত্রনায়িকা রেসি। তিনি ঢাকা-১১ আসনের ভোটার। তিনি এখন শ্রীমঙ্গলে আছেন। ভোট দিতে আজ রাতেই ফিরবেন ঢাকায়।
এলএ/এমকেএইচ