এবার ভাঙল লাক্স সুন্দরী চৈতির সংসার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

তারকাদের সংসার ভাঙছে প্রায়ই। এবার সংসার ভাঙলো লাক্স সুপারস্টার বিজয়ী ইসরাত জাহান চৈতির। ভিন্ন ধর্মের শাওন রায়ের সঙ্গে বেশ ভালোই কাটছিল সংসার জীবন। ২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের সংসার ভেঙে যাচ্ছে এমনটা শোনা যাচ্ছিল কিছুদিন আগে থেকেই।

অবশেষে বিষয়টি নিজেই জানালেন চৈতি। বললেন, ‘২০১৫ সালে আমি ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুতে আমাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’

চৈতি জানালেন, গেল ৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে।২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হন চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

২০১৫ সালের অক্টোবরে শাওন ও চৈতির বিয়ে হয়েছিল। পেশায় ব্যবসায়ী শাওন একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক্স ডিজাইনার।

এমএ/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।