ভোলায় জনসমুদ্রে নৌকার প্রচারণায় ছয় নায়ক-নায়িকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রচারণায় নেমেছেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। দেশের নানা প্রান্তে ছুটে যাচ্ছেন তারা। আওয়ামী লীগের প্রার্থীদের জন্য ভোট চাইছেন তারা।

সেই ধারাবাহিকতায় আজ বুধবার বরিশালের ভোলায় গিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় ছয় নায়ক-নায়িকা। তারা হলেন রিয়াজ, পপি, ফেরদৌস, পূর্ণিমা, ইমন ও অপু বিশ্বাস।

চিত্রনায়ক ইমন জাগো নিউজকে আজ দুুপুরে জানান, তিনি ও তার সঙ্গে থাকা পাঁচ তারকা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নৌকা প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি চলতি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রচারণায় ভোলার চরফ্যাশন এলাকায় মাবেশ চলছে।

সেখানে যোগ দিতে আজ সকাল ১১ টাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে ভোলায় রওনা হন তারকারা। পৌঁছান পৌনে ১২টায়।

Emon

সমাবেশ থেকে ইমন বলেন, ‘লোকে লোকারন্য হয়ে আছে চারপাশ। নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। এখানে জ্যাকব ভাইয়ের জনপ্রিয়তা দেখে অবাক হয়ে গেছি। তিনি অনেক প্রিয় নেতা তার এলাকার মানুষদের কাছে। ইনশাল্লাহ এখানে নৌকারই জয় হবে।

আমরা ছয়জন এসেছি জ্যাকব ভাইয়ের জন্য ভোট চাইতে, নৌকায় ভোট চাইতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভোট চাইতে।’

প্রচারণা পর্ব শেষ করে আজ বিকেলেই ঢাকায় ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ছয় তারকা।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।