নিউইয়র্কে বড়দিনের পার্টিতে তারকাদের মিলনমেলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

দেশের অভিনয় জগতের অনেক তারকা শিল্পীই এখন প্রবাসী। তারা কেউ স্থায়ীভাবে বাস করছেন নিউইয়র্কে। কেউ কেউ নিয়মিত আসা-যাওয়ার মধ্যে আছেন। দেশের বাইরে সবচেয়ে বেশি তারকাদের বসবাস এখন নিউইয়র্ক শহরে।

বড়দিন উপলক্ষে সোমবার তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের লং আইল্যান্ডের বাড়িতে হাজির হয়েছেন একঝাঁক তারকা। সেখানে বসেছিলো যেন তারার মেলা।

বিদেশের মাটিতে প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে তারা জম্পেস আড্ডায় মেতে ওঠেছিলেন।

Shrabanti

বড়দিন উপলক্ষে এদিন ক্রিসমাস ট্রি আর বাহারি নানা কিছু দিয়ে নিজের বাড়িটি সুন্দর করে সাজান টনি-প্রিয়া দম্পতি। তাদের একমাত্র কন্যা অহনা অতিথিদের অভ্যর্থনা জানান।

বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমালিকা কর্মকার, রোমানা খান, রিচি সোলায়মান, মিলা হোসেন, ইপসিতা শবনম শ্রাবন্তী, নওশীন নাহরীন, অভিনয়শিল্পী কুমকুম হাসান, করবী মিজান, প্রত্যাশা, খায়রুল ইসলাম পাখি, আদনান ফারুক হিল্লোল, শিবলী নোমানী, সুলতান বোখারী, উপস্থাপক আনিসুর রহমান দীপু ও সাদিয়া খন্দকার, মডেল চৈতী, নাট্যকার লিপি মনোয়ার এবং নির্মাতা ও প্রযোজক মনোয়ার পাঠান প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।