বহুমুখী প্রতিভার হোসেন ইমাম
সাধারণত মানুষ একটি বিষয়ে সফলতার দেখা পেলে অন্য দিকে আর নজর দেননা কিংবা দেয়ার সময় অথবা ইচ্ছে কোনটাই আর থাকেনা। কিন্তু এর ব্যতিক্রম হোসেন ইমাম। সৃষ্টিশীলতায়, মেধায়-মননে তিনি বহুমুখী প্রতিভায় জায়গা করে নিয়েছেন সমাজে।
হোসেন ইমামের পরিচয় তিনি একাধারে গীতিকার, অভিনেতা, ব্যবসায়ী এবং সংগঠক। প্রতিটি ক্ষেত্রে সফল। চট্টগ্রামের ছেলে ইমামের গানের লেখা শুরুটা আশির দশকের শেষ দিকে। সেই থেকে পথচলা শুরু। অসংখ্য গান লিখেছেন। আর জনপ্রিয় গানের সংখ্যাটাও কম নয়। শুধু মনের আনন্দে গান লিখেন তিনি। তার অধিকাংশ গানের সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এছাড়া জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেইজের জন্যও গান লিখেছেন। সব মিলিয়ে তার গানের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক।
গত পঁচিশ বছর দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন হোসেন ইমাম। সেখানেই স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলেকে বসবাস করছেন। এদিকে, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও তিনি। বিভিন্ন দেশে ব্রান্ডের পণ্য রপ্তানি করেন। মাঝেমধ্যেই ঘুরে যান মায়ের দেশ, প্রিয় জন্মভূমিতে।
পর্দার আড়ালের এই সৃষ্টিশীল ব্যাক্তিকে পর্দার সামনে আনেন আরেক গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীর টেলিভিশনে অভিনয় করে সব শ্রেণি পেশার মানুষের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন ইমাম। পরবর্তীতে আবু শাহেদ ইমনের ‘দ্যা কন্টেইনার’ এবং ‘লিগ্যাল অ্যাডভাইজার’-এ নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
এছাড়া মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান বাংলালিংকসহ বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপন তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। আর বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এক পরিচালকের সাথে একটি ডকুমেন্টারিতে অভিনয় করছেন।
এত ব্যস্ততার মাঝেও আরেকটি সৃষ্টিশীল কাজের সাতে জড়িত হোসেন ইমাম। সেটা বই লিখা। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ক্ষোভ, ইথেন ও রুপালি রাত্রী অন্যতম।
হোসেন ইমাম নিজ শহর চট্টগ্রামের জনপ্রিয় ছিলেন। ঠিক তেমনি কোরিয়ায় গিয়েও কোরিয়ান নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাঙ্গালিদের মন জয় করেছেন নানা সামাজিক কার্যক্রমে। বর্তমানে চিটাগং সমিতি, দক্ষিণ কোরিয়ার সভাপতি তিনি। পাশাপাশি বাংলাদেশ কালচারাল কমিউনিটি ইন কোরিয়ারও সভাপতি হোসেন ইমাম।
একজন মানুষ এত দিকে কিভাবে সফল হয়? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মেধার পাশপাশি চেষ্টা, আন্তরিকতা এবং সততাই একটা মানুষকে সফল করে। একনিষ্ঠতা আর একাগ্রতা থাকলে সফলতা ধরা দিবেই। তাইতো নিজেকে উজাড় করে দিয়ে নিজের প্রতিটি দিন কাজ নিয়ে ব্যাস্ত থাকেন হোসেন ইমাম। তা তিনি যেখানেই থাকুন, বাংলাদেশ কিংবা কোরিয়া অথবা পৃথিবীর যে কোন প্রান্তে।
এইচসিএস/এলএ/আরআইপি