মাছরাঙায় ‘তোমায় গান শোনাবো’তে ভাওয়াইয়া রাজা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

মাছরাঙা টিভির সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’তে আসছেন ভাওয়াইয়া রাজা। এবার অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছেন জনপ্রিয় ভাওয়াইয়া সংগীতশিল্পী সফিউল আলম রাজা। তিনি শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’, ‘ভাওয়াইয়া রাজকুমার’ ও ‘ভাওয়াইয়ার ফেরিওয়ালা’ নামে পরিচিত।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে শফিউল আলম রাজা জানান, একদিকে বিজয়ের মাস অন্যদিকে এই মাসেই আব্বাস উদ্দীনের মৃত্যুবার্ষিকী। তাই এই আয়োজনে তিনি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া জনপ্রিয় বেশ ক’টি ভাওয়াইয়া গান ছাড়াও মুহাম্মদ কছিমউদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের লেখা ভাওয়াইয়া গান পরিবেশন করবেন।

তিনি বলেন, ‘লোকসংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গান হচ্ছে ভাবের গান। তাছাড়া এই গানে বিরহ-ভাবটা একটু বেশিই থাকে। বিরহের এই গান যে কারো মনকে উদাস করবেই। অনুষ্ঠানে চটকা, দরিয়া, দীঘলনাশা, ক্ষীরলসহ ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করব। আর অনুষ্ঠানটির ধরণও বেশ ভালোলাগার মতো। একেবারেই বৈঠকী পরিবেশ-যা দেখে মনেও ভালো লাগার আবেশ তৈরি হয়।

মাছরাঙা টিভি থেকে জানানো হয়, ২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে। চলবে রাত ১টা পর্যন্ত। অনুষ্ঠান প্রযোজনায় রয়েছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। উপস্থাপনায় থাকছেন-সংগীত শিল্পী সুজিত মোস্তাফা।

এদিকে, আব্বাস উদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানেও সরাসরি গাইবেন সফিউল আলম রাজা। ২৯ ডিসেম্বর, শনিবার সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত একঘণ্টার এই আয়োজনে ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করবেন তিনি। অনুষ্ঠান প্রযোজনায় থাকছেন গৌরব সরকার।

এমইউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।